©💃রুপকুমারি💃
ধন্য আজ ধন্য আমি
ধন্য চোখের বালি
কন্যারে তোর রুপ দেখে, মুগ্ধ মনমালি!
হঠাৎ করে নয়ন তীরে,তুই,,করলি মোরে শিকার
প্রেমের ফাঁদে বন্দি হয়ে দুনিয়া লাগছে বেকার !
পাপড়ির মতো ঠোট দুটো তোর
গোলাপি আভায় ভড়া!
কন্যারে তোর চাঁদ মুখখানি কোন ছাঁচেতে গড়া ?
লতার মতো বদন তোর,দুলছে হাওয়ার কোলে
সাত রঙেতে রাঙলো আকাশ,
তোকে কাছে পাওয়ার ছলে!
যৌবন চুড়ায় দাঁড়িয়ে তুই,আলতা রাঙা পায়ে,
অনিবরত নৃত্য করছিস
বলনা কিসের মোহে ?
ধন্য আজ ধন্য আমি,ধন্য আমার মন !
তোমায় দেখে আরো ধন্য হলো,
আজকে এই ত্রিভুবন।
সাকিব
Nyc
ReplyDelete