.
©আমিতো কাঁদিনি সেদিন
যেদিন,আমায় ছেড়ে দূরে গিয়েছো চলে!
আজ কেনো অঝোর নয়নে কাঁদছো তুমি ?
আমি পাশে নেই বলে।
তুমি তো ছিলে নিষ্ঠুর,
করেছিলে আমার সাথে,নিষ্ঠুরতা!
তবুও আমি করিনি ভালোবাসার দাবি,
তবে কেন এখন অবাক হচ্ছ,,দেখে,
আমার নিরবতা।
কি এমন দোষ ছিলো তখন,তোমার হাসির মাঝে
একমুঠো সুখ খুজে নেওয়ায়,
যার জন্য এতো বড়ো শাস্তিটা আজ মেনে
নিতে হলো আমায় !
যাও আজ উড়িয়ে দিলাম তোমায়
শীমাহীন ভালোবাসার আকাশে !
কেরে নিতে আর এসোনা তুমি আমার জীবনের
সুখ,,যেটা আমি খুজে নিয়েছি
একাকিত্তের মাঝে ! ( cmplt )
#সাকিব
Comments
Post a Comment