. 🌴প্রাকৃতি🌴 ধন্য ধন্য ধন্য তোমায়,ধন্য হে প্রাকৃতি! একবার দেখিতেই প্রেমী করিয়াছো মোকে এ কেমন তোমার প্রেমের রীতি। দেশ হতে দেশান্তরে,ঘুরছি আমি যেথায় তোমারি রুপের সুরভি দেখে হারিয়ে যাচ্ছি সেথায়। আঁকা বাঁকা পথের ধারে শষ্য শ্যামল গাঁও কখনও বা মরুর তাপে,ভালো লাগা, একটু শীতল বাঁও। নদীর জলে, হালকা ছলে, মাছের খেলা করা বাতাসের কোলে কোকিলের সুর যেনো রবীন্দ্রনাথের...