. 🌴প্রাকৃতি🌴
ধন্য ধন্য ধন্য তোমায়,ধন্য হে প্রাকৃতি!
একবার দেখিতেই প্রেমী করিয়াছো মোকে
এ কেমন তোমার প্রেমের রীতি।
দেশ হতে দেশান্তরে,ঘুরছি আমি যেথায়
তোমারি রুপের সুরভি দেখে
হারিয়ে যাচ্ছি সেথায়।
আঁকা বাঁকা পথের ধারে শষ্য শ্যামল গাঁও
কখনও বা মরুর তাপে,ভালো লাগা,
একটু শীতল বাঁও।
নদীর জলে, হালকা ছলে, মাছের খেলা করা
বাতাসের কোলে কোকিলের সুর
যেনো রবীন্দ্রনাথের গড়া।
ধন্য ধন্য ধন্য তোমায়, ধন্য হে প্রাকৃতি
একবার দেখিতেই প্রেমী করিয়াছো মোকে
এ কেমন তোমার প্রেমের রীতি।
পাহাড় ঘেরা ধরনি'টা তোমার আছে বধু বেশে
গ্রীষ্মের হালকা ছোঁয়ায় সে
রঙ-বেরঙে হাসে।
বধুর হাসি শেষ হতেই যেনো স্যাঁত স্যাঁতে হাওয়ার দেখা
কাঁদার হোলি খেলতে গিয়ে তাই
বর্ষা নামটি লেখা।
গ্রীষ্মে যেমন বধুর মুখের হাসি, বর্ষায় রাখো কলস ভরে,
পরের গুনটিতে তোমার ঠান্ডা হাওয়ায়
আমাদের, রাখে কাঁথায় মুড়ে।
ধন্য ধন্য ধন্য তোমায়,ধন্য হে বসুন্ধরা !
বলোতো তোমার যৌবন ভরা রুপখানি,
কোন মাটিতে গড়া ?
#সাকিব
Just awesome
ReplyDelete